আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু নিঃশেষ হয়ে যাননি বরং আরও বহু বঙ্গবন্ধুর জন্ম দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার অন্যতম পরিচালক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু যেভাবে চেষ্টা করেছিলেন আমাদেরও সেভাবে চেষ্টা চালাতে হবে। তাহলে এখন যেভাবে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেভাবে আরও এগিয়ে যাবে।
ঐতিহাসিক ৭ মার্চ এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে হাটহাজারী মডেল থানা পুলিশ আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাটহাজারী মডেল থানার সামনে জেলা পরিষদ অডিটরিয়ামে কেক কেটে এ আনন্দ উদযাপন করা হয়। হাটহাজারী থানার সেকেন্ড অফিসার মো. মুকিতের সঞ্চালনায় জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
দেশপ্রেম ইমানের অঙ্গ উল্লেখ করে মাওলানা ইয়াহইয়া এ অনুষ্ঠানে বলেন, আমি মনে করি ইমানের অঙ্গ হিসেবেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মভূমির বন্ধুত্বের কারণে নির্যাতিত হয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমাদের যদি দেশের ভালোবাসা থাকে তাহলে এখন যেভাবে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নিঃশেষ হয়ে যাননি বরং বহু বঙ্গবন্ধুর জন্ম দিয়েছেন। তাই বঙ্গবন্ধু যেভাবে চেষ্টা চালিয়েছেন আমাদেরও সেভাবে চেষ্টা চালাতে হবে। তিনি পুরো বঙ্গভূমির স্বাধীনতা চেয়েছিলেন। আমাদের সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
বক্তব্যে আল্লামা শফীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন হাটহাজারী মাদরাসার প্রবীণ এই মুহাদ্দিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) ইমরান হোসেন (পিপিএম), হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উল্ল্যাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইউনুস গনি চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা প্রমুখ।
-কেএল