আওয়ার ইসলাম: পাকিস্তানে সরকারবিরোধী লংমার্চের পরিকল্পনা করতে রোববার একটি গুরুত্বপূর্ণ সভা ডাকে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে আস্থা ভোটে জেতার একদিন পর এই সভা ডাকা হয়।
এদিন বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং বিরোধী নেতারা লংমার্চের কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় বিরোধী দলগুলো ইমরান খানের শনিবারের আস্থা ভোট প্রত্যাখ্যান করেছে এবং তাকে সরাসরি জাতির কাছ থেকে আস্থা ভোট গ্রহণের সম্মুখীন হতে বলেছে।
পাকিস্তানের ১১টি বিরোধী দলের জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) আগামী ২৬ মার্চ ইসলামাবাদে এই লংমার্চের ঘোষণা করেছে।
পিএমএল (এন)-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, গতকাল বেলা দেড়টার দিকে চক শেহজাদে দলীয় কার্যালয়ে বৈঠকটি আহ্বান করা হয়েছিল। দলের সহসভাপতি মরিয়ম নওয়াজ শরীফ বৈঠকে যোগ দিয়েছিলেন। এছাড়াও ভার্চুয়ালি লন্ডন থেকে এই সভায় যোগ দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার। পাঞ্জাব পার্লামেন্টের বিরোধী দলের নেতা হামজা শাহবাজও লাহোর থেকে ভার্চুয়ালি এই সভায় অংশ নেন।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে আস্থা ভোটে ১৭৮টি ভোট পেয়ে জয়লাভ করেন ইমরান খান। এর পর পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি মনে করে প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তবে তিনি একটি অধিবেশন ডাকতে পারেন।'
তিনি বলেন, ‘কিন্তু এই ক্ষেত্রে ভুয়া প্রধানমন্ত্রী এই অধিবেশন আহ্বান করেছেন। এগুলি সবই একটি নাটক। আমরা আজকের সংসদ অধিবেশন মানি না, আমরা আস্থা ভোটের ফলাফলও গ্রহণ করছি না।'
-কেএল