আওয়ার ইসলাম: নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে আগামীকাল ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করতে চায় বিএনপি। ঢাকা উত্তরে কারওয়ানবাজার মোড়, মোহাম্মদপুর শহীদ পার্ক এবং খিলগাঁও তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যে কোনো স্থানে সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছে দলটি।
সমাবেশের বিষয়ে জানাতে ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, ঢাকাতে তারা দুটি জনসভা আয়োজনের বিষয়ে ডিএমপি যুগ্ম কমিশনার মনির হোসেনকে অবহিত করেছেন। দুটি সমাবেশ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
-কেএল