বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচিত হলো। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দু’দেশের মধ্যে যোগাযোগ আগের চেয়ে আরও বেশি শক্ত হচ্ছে।

আজ মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু- ১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন দুই দেশের প্রধানমন্ত্রী।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সাথে চট্টগ্রামের যোগাযোগ সহজ করতে সীমান্তবর্তী খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর ‘মৈত্রী সেতু-১’ নির্মিত হয় ভারত সরকারের অর্থায়নে। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চট্টগ্রামের খুব কাছে হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধু বাণিজ্য নয়, মানুষের যাতায়াতও সহজ হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ত্রিপুরার সাবরুমে একটি সমন্বিত চেকপোস্টের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৯টি প্রকল্পের উদ্বোধনও করেন। এসময় বাংলাদেশ-ভারতের মধ্যে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মৈত্রী সেতু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের একটি নতুন সূচনা।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণ যেভাবে সহযোগিতা করেছিল, তা ভোলেনি বাংলাদেশ। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ