বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কলকাতা রেলভবনে ভয়াবহ আগুন, পুলিশ-ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চার জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী, একজন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর নিহতদের পাঁচজনের মৃতদেহ একটি লিফ্টের ভেতর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী এবং পুলিশের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান। মুখ্যমন্ত্রী মমতা নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। হুগলি নদীর কাছে নিউ কয়লাঘাটের ওই ভবনের ১৩ তলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে যৌথভাবে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের কার্যালয় রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ