আওয়ার ইসলাম: চীন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সকল বিধান লঙ্ঘন করেছে বলে মত বিশেষজ্ঞদের।
সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন জাতিসংঘের গণহত্যা সংক্রান্ত সব বিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিশ্বের অন্তত ৫০জনেরও বেশি মানবাধিকার বিশেষজ্ঞ।
আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো কোন বেসরকারি সংগঠন, নিউলাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি থিংক ট্যাঙ্কে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়।
সংগঠনটি বলছে, জাতিসংঘের বিধান লঙ্ঘন করে যে গণহত্যা চালিয়েছে তার দায়িত্ব চীন সরকারকে বহন করতে হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, চীনা সরকারের বিরুদ্ধে আটক, যৌন নির্যাতন এবং হত্যার অভিযোগ এনেছে উইঘুর মুসলিমরা। ২০ লাখেরও বেশি উইঘুর মুসলিমরা বিশ্বাস করে তাদের মূল ভুখন্ড থেকে আলাদা করে রাখা হয়েছে এবং নির্যাতন চালানো হয়েছে।
-এটি