আওয়ার ইসলাম: জিনজিয়াং প্রদেশের বন্দিশিবির বন্ধের দাবিতে তুরস্কে অবস্থিত চীনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন উইঘুর নারীরা। সংখ্যালঘু এ মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে সোমবার আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ করেন তারা।
অন্যদিকে, উইঘুরদের ওপর চালানো গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। স্থানীয় সময় গত রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংবাদ সম্মেলনে বলেন, এসব অভিযোগ 'অযৌক্তিক ও বানোয়াট'। এটা সুদূরপ্রসারী উদ্দেশ্য হাসিলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৈরি গুজব ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।
সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চীনা দূতাবাসের বাইরে হাজারো উইঘুর নারী বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারী 'গণহত্যা বন্ধ করুন' ও 'বন্দিশিবির বন্ধ করুন' স্লোগান দেন তারা। বিক্ষোভের সময় 'ধর্ষণ মানবতাবিরোধী অপরাধ'সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় তাদের নিজস্ব সবুজ রঙের পতাকাও ওড়ানো হয়।
তুরস্কে বসবাসরত উইঘুররা সাধারণত তুর্কি ভাষায় কথা বলতে পারেন। তাদের সঙ্গে আঙ্কারার সংস্কৃতিগতও মিল রয়েছে। বর্তমানে তাদের আশঙ্কা হচ্ছে, তুরস্ক যেহেতু চীনের বিনিয়োগের ওপর অনেকাংশে নির্ভরশীল এবং দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এ কারণে তাদের চীনে প্রত্যাবাসন করা হতে পারে। তবে আঙ্কারা সরকার সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
-কেএল