আওয়ার ইসলাম: বিদেশে পুরুষ শ্রমিক পাঠালে নারী শ্রমিকদেরও সুযোগ দিতে হবে এটাই সাংবিধানিক নিয়ম বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের সুযোগ নেই, সংবিধানে সেই অধিকার দেয়া নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার (৮ মার্চ) ডিকাব আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা চালানোর পরও পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা মিয়ানমারের কয়েকজন সেনা কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে যা যথেষ্ট নয়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্বশক্তি ব্যর্থ যা তাদের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
-এটি