বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইসলামই নারীদের সবচেয়ে বেশি মর্যাদা ও অধিকার দিয়েছে: মাওলানা ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা ও অধিকার দিয়েছে। তাই নারীর প্রতি সব ধরণের সহিংসতা রোধে শরিয়াহ আইনের বিকল্প নাই।

আজ সোমবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ সর্বত্র নারী জাতিকে পশ্চিমা সংস্কৃতির মত আমাদের দেশেও ভোগ্য পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে ব্যবহার করা হয়। পরিবার, সমাজ, অফিস, আদালত থেকে শুরু করে সব জায়গায় নারীদেরকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, নির্যাতন ও সহিংসতার শিকার হতে হচ্ছে। তাদের মর্যাদা প্রতিষ্ঠিত তো হচ্ছেই না বরং প্রাপ্য অধিকার খর্ব করা হয়ে থাকে। নারী জাতির প্রাপ্য সম্মান, অধিকার নিশ্চিত করতে এবং তাদের প্রতি সব ধরণের সহিংসতা রোধে ইসলামী শরিয়াহ আইনের বিকল্প নাই।

এতে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলঞাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাহমুদুল হাসান চৌধুরী, শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বরকতউল্লাহ লতিফ, জান্নাতুল ইসলাম, আলহজা¦ আব্দুর রহমান, এডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, এড. শওকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা খলিলুর রহমান
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নারী উন্নয়নে পশ্চিমা চিন্তা চেতনা গ্রহণের দ্বারা নারীদের অধিকার ও মর্যাদা কখনও প্রতিষ্ঠিত হয়নি। অন্য দিকে ইসলাম সাড়ে চৌদ্দশত বছর আগে এ নারীকে চরম তাচ্ছিল্যের জায়গা থেকে তুলে এনে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। নবীজি স. বলেছেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। কাজেই নারীদের মর্যাদা প্রতিষ্ঠা, তাদের প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করতে হলে বিজ্ঞান সম্মত নির্দেশনা রয়েছে শরঈ আইনে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ