বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

স্বাধীনতা পদক-২০২১ পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে।

আজ রোববার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পদকপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে কবি মহাদেব সাহা। সংস্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার।

এছাড়াও সমাজসেবা কিংবা জনসেবায় ২০২১ সালের স্বাধীনতা পদক পাচ্ছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এই ৯ জন ব্যক্তির বাইরে গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পদক পেতে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

উল্লেখ্য, স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আগের দিন জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ