আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ শুধু নিজেদের অধিকার ও ভূমি রক্ষা করতে চায়, এর বাইরে অন্য কোনো সুপ্ত অভিপ্রায় তাদের নেই।
গতকাল শনিবার ব্লু হোমল্যান্ড ২০২১ শীর্ষক কৌশলগত এক সামরিক অনুশীলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট আরো বলেন, গৌরবের বিষয় হলো- তার দেশ অভ্যন্তরীণভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে। আমাদের নৌবাহিনী অভিজ্ঞতা, শৃঙ্খলা, যোগ্য কর্মী এবং দায়িত্ব পালনে সাফল্যের মাধ্যমে দেশকে গর্বিত করেছে।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, আমরা পূর্ব ভূমধ্যসাগরে এই নৌবাহিনীর মাধ্যমে তুর্কি জাতি এবং তুর্কি সাইপ্রিয়টদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি।
উল্লেখ্য, গত বছর পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের এবং তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে গ্যাস অনুসন্ধানের জন্য কয়েকটি অনুসন্ধান জাহাজ পাঠায় আঙ্কারা।
রজব তাইয়্যেব এরদোগান বলেন, আমরা ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের ১৩০টিরও বেশি নৌ প্লাটফর্ম রপ্তানি করেছি। যা আমাদের শিপইয়ার্ডে তৈরি।
তিনি জানান, তুরস্ক বিশ্বের ১০টি দেশের একটি, যারা যুদ্ধজাহাজের নকশা, তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। অন্যান্য ক্ষেত্রের মতো নেভাল ওয়ার্ল্ডেও তুরস্ককে পরাশক্তি বানাতে আমরা বদ্ধপরিকর। তুরস্কের প্রতিরক্ষা রপ্তানির কথা উল্লেখ করে তিনি বলেন, তারা এ খাতে রপ্তানি ২৪৮ মিলিয়ন ডলার থেকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। আমাদের মিলিটারি শিপবিল্ডিং ইন্ডাস্ট্রির সক্ষমতার কথা এখন সারাবিশ্ব জানে, বলেন তুরস্কের প্রেসিডেন্ট।
-এটি