বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

এবার সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর ২৬ ফুট উঁচু ভাস্কর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সেই স্থানে 'বঙ্গবন্ধু ভাস্কর্য' নির্মাণ করতে যাচ্ছে সরকার। ২৬ ফুট উঁচু এ ভাস্কর্যটি তৈরি করা হবে ব্রোঞ্জ দিয়ে।

চলতি মাসেই ভাস্কর্যটি নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়ার কথা রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তার ভাস্কর্য উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিসহ নানা কারণে তা সম্ভব হয়নি। এখন দ্রুততম সময়ে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করতে চাই। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'বঙ্গবন্ধুর ভাস্কর্যের নকশাসহ অন্যান্য সবকিছুই চূড়ান্ত হয়েছে। ভাস্কর্য নির্মাণের জন্য এ মাসেই কার্যাদেশ আহ্বান করা হবে।'

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ