আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বন্দর নগরী মোগাদিসুর লুল রেস্তোরাঁর সামনে গাড়ি বোমা হামলার এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকেই আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে মোগাদিসুর বন্দরের কাছে লুল ইয়ামিনি নামের একটি রেস্টুরেন্টের বাইরে বোমা হামলার ঘটনাটি ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণে জানান, ‘আমি তখন রেস্তোরাঁয় ঢুকতে যাচ্ছিলাম। এ সময় একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁর দিকে ঢুকে পরে। আমি দ্রুত সেখান থেকে সরে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।’
সোমালিয়ার রাষ্ট্রায়াত্ব রেডিও মোগাদিসুর প্রতিবেদন অনুযায়ী পুরো এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে।
-এটি