আওয়ার ইসলাম: ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত ইউরোপের দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড। তাই বলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৭ হাজার বার ভূমিকম্প! এ ঘটনাকে অস্বাভাবিক বলছেন দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা। যা তাদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইসল্যান্ডের আবহাওয়া দপ্তরের তথ্য মতে, গত সপ্তাহে দেশটির রেইকজানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ১৭ হাজার বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে ২৪ ফেব্রুয়ারি সকালে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫.৬। রাজধানী রেইকজাভিক এবং আশপাশের এলাকায় প্রবলভাবে ধাক্কা দেয় এটি।
২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ সেখানে আরো দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ৫.০ রিখটার স্কেলের বেশি। আর বাকিগুলো মৃদু আকারের ছিল। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। আইসল্যান্ডের সড়ক ও উপকূলীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্প খুব বেশি ক্ষতি করতে পারেনি। তবে রাস্তাঘাটে ছোট খাটো ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আউউর আলফা ওলাফসদোত্তির বলেন, তিনি এর আগেও বিভিন্ন সময় ভূমিকম্পের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। কিন্তু কখনো এমন লাগাতার ভূমিকম্পের অভিজ্ঞতা হয়নি। দিনে ২৪ ঘণ্টাই পৃথিবী কম্পনের অনুভূতি খুবই অস্বাভাবিক। যা প্রকৃতির বিরুদ্ধে মানুষকে খুব ক্ষুদ্র এবং শক্তিহীন করে তোলে।
আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরিবিজ্ঞানের অধ্যাপক অরভালদুর ওরসন বলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বোধগম্য এবং এ ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভূমিকম্প এই অঞ্চলের জন্য মোটামুটি অস্বাভাবিক। এদিকে, অঞ্চলটিতে একাধিক আগ্নেয়গিরি থাকায় স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যে কোনো সময় অগ্ন্যুৎপাত হতে পারে।
অবশ্য আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি এবং প্রাকৃতিক হ্যাজার্ড গ্রুপের সাম্প্রতিক গবেষণা বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হলেও আপাতত সেখান থেকে লাভা প্রবাহের ঝুঁকি নেই।
-এটি