যুক্তরাষ্ট্রের টেক্সাস আর মিসিসিপি অঙ্গরাজ্যে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেয়ার ঘোষণা সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল বুধবার হোয়াইট হাউসে নিজ প্রশাসনের আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি করোনার বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেয়ায় ওই দুই অঙ্গরাজ্যের গভর্নরের কড়া সমালোচনা করেন। এসময় করোনা মহামারির মধ্যে মাস্কের বাধ্যবাধকতা তুলে নেয়াকে আদিম যুগের মানসিকতা বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।
তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও সংক্রমণের হার বিবেচনায় মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত হবে বড় ধরনের ভুল।
এরআগে, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে একই দিন সতর্ক করেছেন মার্কিন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
-এটি