বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মারকাজুল উলুম আল-ইসলামিয়া মুগদার মাহফিল ৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাজুল উলুম আল-ইসলামিয়া ঢাকা মুগদার মাহফিল আগামী ৬ মার্চ শনিবার। মারকাজুল উলুম আল-ইসলামিয়া ঢাকা একটি উচচতর দীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে উচ্চতর তাফসীরুল কুরআনের গবেষণাসহ দাওরায়ে হাদীস (এম.এ) পর্যন্ত দীনি শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘অন্যান্য বছরের ন্যায় বর্তমান শিক্ষাবর্ষের তাফসীর কোর্স, দাওরায়ে হাদিস এবং হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী ও খতমে বুখারী উপলক্ষে আগামী ০৬ মার্চ ২০২১ঈ. শনিবার বাদ আসর থেকে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়ােজন করা হয়েছে। মাহফিলে প্রধান আলােচক হিসেবে আলোচনা করবেন মাওলানা মুফতী নজরুল ইসলাম কাসেমী। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করবেন তিনি। এছাড়া আরাে বহু উলামায়ে কেরাম তাশরিফ আনবেন।

মাদরাসার মুহতামিম মাওলানা নূর বশ মজুমদার মাহফিলে সকলকে দাওয়াত করেছেন। মাহফিলে যাতায়াত: মান্ডা পঞ্চায়েত অফিস সংলগ্ন দক্ষিণ দিকে কদম আলী রােড দিয়ে শেষ মাথায় মাদরাসা রােড। (বিজ্ঞপ্তি)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ