আবদুল্লাহ তামিম।।
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার আসরের পর শুরু হয় এই অনুষ্ঠান। প্রথম অধিবেশনে ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন বেফাক মহাসচিব আল্লামা মাহফুজুল হক। পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, এভাবে ছাত্রদেরকে বছরের শেষে পুরস্কৃত করে মালিবাগ জামিয়া তাদেরকে অনুপ্রাণিত করছে। তিনি বলেন যারা হাজিরা পুরস্কার ও এই জামিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি বেফাক মহাসচিব হিসেবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুধু তাই নয় তাদেরকে পুরস্কৃত করার জন্য মালিবাগ জামিয়াকেও বেফাকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মাহমুদুল হাসান বাদ মাগরিব দাওরা ও হেফজ বিভাগের ছাত্রদের পাগড়ি প্রদান করেন। করোনার কারণে যেহেতু গত বছর পাগড়ি প্রদান করা সম্ভব হয়নি তাই গত বছরের ছাত্রদেরকেও পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি প্রদান শেষে আল্লামা মাহমুদুল হাসান ছাত্রদের উদ্দেশ্যে নসিহতমূলক বয়ান করেন।
[caption id="" align="aligncenter" width="960"] নববী কানন জামিয়া শারইয়্যাহ মালিবাগ- ছবি- আহসানুল কারীম[/caption]
তিনি বলেন, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া,আবু সাবের আব্দুল্লাহ, জাফর আহমদ সহ অনেক বড় বড় আলেম এই জামিয়া থেকে ফারেগ হয়েছেন এবং বেফাক ও হাইয়াতে সম্মানের সহিত কাজ করে গেছেন এবং যাচ্ছেন। তিনি আশা ব্যক্ত করেন যে আগামীতেও মালিবাগ জামিয়ার উস্তাদগণ বেফাক ও হাইয়াতে নিজেদের ছাপ রাখবেন এবং নিজেদের অভিজ্ঞতার আলোকে এই দুই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি জামিয়ার সার্বিক উন্নতি কামনা করেন এবং বর্তমানে যারা জামিয়ার দায়িত্বে আছেন তাদের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে জামিয়ার দায়িত্বপ্রাপ্তগণ জামিয়াকে তার স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করছেন আল্লাহ তাদের এই চেষ্টা কে কবুল করে নিন।
মাহফিলে অংশগ্রহণ করা জামিয়ার ফুযালাদের কয়েকজন আওয়ার ইসলাম কে সাক্ষাৎকারে বলেন, অন্যান্য বারের চেয়ে এবারের মাহফিল অনেকাংশেই সৃজনশীলতার পরিচয় দিয়েছে। আসাতেযায়ে কেরামদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই মাহফিল সফল হয়েছে বলে মনে করেন তারা।
-এটি