আওয়ার ইসলাম: করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে দিল্লির এআইআআইএমএস হাসপাতালে কোভিড-১৯ ভাইরাসের টিকা নেন তিনি। এদিন ভারতজুড়ে করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপ টিকাদান কর্মসূচীর প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন মোদি।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী দেশটির বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) উদ্ভাবিত করোনার ভ্যাক্সিন ‘কোভ্যাক্সিন’ গ্রহণ করেছেন। দ্বিতীয় টিকাদান কর্মসূচীতে ৪৫ বছরের ওপরে যারা অসুস্থ এবং ষাটোর্ধ্ব বয়সী সবাইকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
টিকা নেওয়ার ছবি নিজের টুইটরে শেয়ার করে মোদি লেখেন, ‘আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কভিড-১৯ মোকাবেলায় নিরলস পরিশ্রম করে গেছেন এবং যত দ্রুত সফলতা পেয়েছেন তা উল্লেখ করার মতো। আসুুন আমরা সবাই টিকা নিই, ভারতকে করোনা মুক্ত করি।’
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, টিকা নেওয়ার জন্য এআইআইএমএস হাসপাতালে যাওয়ার জন্য বিশেষ কোনো যাত্রাপথ ব্যবহার করেননি নরেন্দ্র মোদি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত যাত্রাবিধি উপেক্ষা করেন তিনি।
চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে ভারতে প্রথম পর্বের টিকাদান কর্মসূচী শুরু হয়। সূত্র: এনডিটিভি
-এটি