বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাজ্যভিত্তি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক সরকারের কঠোর অবস্থানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

সকালে মিয়ানমারের দাওয়েই শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সরাসরি গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারায় তিনজন। ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। সকাল থেকেই ইয়াঙ্গুনে মেডিক্যাল শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করার পর এক পর্যায়ে বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। এতে পুলিশের গুলিতে আহত এক বিক্ষোভকারীকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে বেশ কয়েকজন ব্যক্তিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও কারও প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী অং সান সু চি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে সামরিক বাহিনী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ