আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‘রাজাকাররা আওয়ামী লীগ করলে বিরাট মুক্তিযোদ্ধা, আর না করলে রাজাকার। তাই তারা জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে চায়। আর কিছুদিন পর তারা বলবে, জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিকই নয়। তারা নাগরিকত্ব বাতিল করবে, এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।’
গতকাল শনিবার বিকেলে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী শাহজাহান ওমর আরো বলেন, ‘আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। তারা কোনো গণতান্ত্রিক নির্বাচনেই জিততে পারেনি। ১৯৭৩ সালে বাকশাল, ২০০৮ সালে ফখরুদ্দীন-মইন, ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতায় এসেছে। ২০১৮ সালে তো ভোটই হয়নি। তাই তাদের কাছে কোনো দাবি নেই। দাবি আমাদেরই আদায় করতে হবে। এই দলটি ব্যাংক লুটের দল, ধর্ষকের দল, ইয়াবা ও ক্যাসিনোর দল।’
সমাবেশে অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এ কারণে খুলনার মহাসমাবেশের অনুমতি দেয়নি। তারা গণতন্ত্রকে ভয় পায়। সব সিটির ভোট চুরি প্রকাশ্য হয়ে যাবে বলে এখানকার আওয়ামী লীগ নেতারাও জনসভা চাননি। এতে জনগণের কাছে তাঁদের সব কিছু উন্মোচিত হয়ে যাবে। তাঁরা সার্বভৌমত্ব, গণতন্ত্র হরণ করে নিকৃষ্টতম দেশে পরিণত করেছেন। তাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করতে হবে।
বিএনপি নেতারা বলেন, দেশে গণতন্ত্র থাকলে বিএনপি চেয়ারপারসনকে জেলে থাকতে হতো না। তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হতো না।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্য দেন বরিশাল সিটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
-কেএল