বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আর কোনো ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কাউকে মনোনয়ন দেব না।

এর আগে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রদলের অনেক নেতাকর্মী।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে 'বীর উত্তম' খেতাব দেয়া হয়। সম্প্রতি তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার উদ্যোগ নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

এরই সূত্র ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ছাত্রদলের সমাবেশের অনুমতি না থাকলেও নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। এসময় জাতীয় প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেয়া নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ।

এ প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় প্রেস ক্লাবে আজকে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে।

ডিজিটাল আইনের মাধ্যমে সরকার মত-প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। একইসঙ্গে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান মির্জা ফখরুল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ