বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

সরকারি-বেসরকারি সব অফিসে ‘বাংলা’ আবশ্যক করা হোক: আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম: দেশের সরকারি- বেসরকারি সব অফিসে বাংলা ভাষার ব্যবহার আবশ্যকীয় করার দাবি তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। আর এ বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি। যখন আমরা বাংলায় পাণ্ডিত্য অর্জন করতে পারবো তখন সর্বমহলেই প্রতিষ্ঠিত হতে পারবো।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলেন তিনি। রাজধানীর জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মানিকনগর মাদরাসা ঢাকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মাওলানা মোস্তফা ওয়াদুদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বোরহান উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমাদ। উপস্থিত ছিলেন মানিকনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আরিফ বিল্লাহসহ ছাত্র জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণ ও মানিকনগর ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ