আওয়ার ইসলাম: কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের করোনা টিকাগ্রহণ বাধ্যতামূলক। টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না।
তিনি বলেন, ঈদুল ফিতরের পর আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। আর ২৪ মে থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। আর দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করতে হবে।
শিক্ষার্থীরা যেন কোনোভাবেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়েন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর রাখতে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পাঠদান শুরুর পর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ক্লাস-পরীক্ষা নেয়া এবং আবাসিক হলে সাবান, হ্যান্ড স্যানেটাইজার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। যদি কেউ টিকা না নিতে চিকিৎসকের যৌক্তিক কারণ দেখাতে পারেন তাহলেই কেবল তাকে হলে উঠতে দেয়া হবে। এর বাইরে বাকি সবার জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক।
এ সময় ডা. দীপু মনি অভিযোগ করে বলেন, এক শ্রেণির মানুষ সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। তাদের মতাদর্শের কিছু শিক্ষার্থীদের দিয়ে বন্ধ থাকা আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে উসকিয়ে দেয়া হচ্ছে। আবার কেউ কেউ বিবিএস পরীক্ষার প্রস্তুতির নেয়ার জন্য এটা করছে। সবাইকে দ্রুত হল ত্যাগ করতে হবে।
-এটি