আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের সীমানার মধ্যে বাংলা অক্ষরে লোখা ইংরেজি শব্দ দিয়ে নাম ফলক, ব্যানার, সাইনবোর্ড সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র শেখ ফজলে নুর তাপস।
আজ রোববার সন্ধ্যায়, রাজধানীর গেন্ডারিয়ায় আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের অনুষ্ঠানে এ নির্দেশনা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা শুধু রাজনীতিবিদদের কাজ নয় উল্লেখ করে মেয়র তাপস পরিশুদ্ধ বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে গণমাধ্যম ও অভিভাবকদের উদাসীনতার কড়া সমালোচনা করেন।
প্রয়োজন ছাড়াই বিজ্ঞাপনে ইংরেজি শব্দ ব্যবহারেরও অভিযোগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ভাষার বিকৃতি রোধ করা না গেলে আগামী ৫০ বছরের মধ্যে বাংলা ভাষা অস্তিত্ব সংকটে পড়বে বলে শংকা প্রকাশ করেন তাপস।
-এটি