ইয়াহইয়া বিন আবু বকর।।
তালেবান সেনারা কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে দেশে সহিংসতা অব্যাহত রেখেছে বলে অভিযোগ দিয়ে, আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সাথে আলোচনায় বসতে অস্বীকৃতি জানান৷ এবং বলেন, আমি বেঁচে থাকতে তালেবানদেরকে তত্তাবধায়ক সরকার গঠন করতে দেওয়া হবেনা৷
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) এ্যারাবিক আরটি ডট কম এক প্রতিবেদনে বিষয়টি জানায়৷
স্থানীয় গণমাধ্যম প্রেসিডেন্ট আশরাফ গনির বরাত দিয়ে জানায়, বিভিন্ন বিস্ফোরণে নিহত সুরক্ষা বাহিনীর পরিবারের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তালেবানদের তত্বাবধায়ক সরকার গঠন এবং ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না। তিনি আরো বলেন, ত্তাবধায়ক সরকার গঠনের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা৷
এদিকে তালেবান সেনাদের দাবী, তারা চুক্তির প্রতি যথাযথ সম্মান বজায় রেখেছে৷ এবং সরকারী সেনাদের জবাবেই তারা আক্রমন চালায়৷ তাছাড়া চুক্তির পর থেকে নিয়ে এপর্যন্ত একটা বিদেশী সৈন্যর প্রতিও তারা হামলা চালায়নি৷ আমেরিকান পত্রিকার ও রিপোর্ট, যুক্তরাষ্ট্রের সাথে কৃত চুক্তি ভঙ্গ করেনি তালেবান৷ ওয়াশিংটোনের সাথে কাতারের রাজধানী দোহায় কৃত চুক্তি তারা মেনে চলেছে৷ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে গত একবছরে আমেরিকান সৈন্যের উপর তারা কোনো ধরনের হামলা চালায়নি৷
৯ ফেব্রুয়ারি এ্যারাবিক আরটি ডট কম আমেরিকান স্বশস্ত্র সেনাদের বিষয়াদি সম্পর্কিত ‘Stars and Stripes’ (স্টারস এবং স্ট্রিপস) ওয়েবসাইটের বরাত দিয়ে জানায়, আফগানিস্তানে সর্বশেষ আমেরিকান সৈন্য নিহত হওয়ার পর থেকে এক বছর পেরিয়ে গেছে, এর মধ্যে আর একটা সৈন্যও নিহত হওয়ার ঘটনা ঘটেনি৷
২০০১ সালে আফগানিস্তানে আমেরিকার হামলার পর থেকে দীর্ঘ এই ২০ বছরে বহু আমেরিকান সৈন্য নিহত হয়েছে৷ তবে এই দীর্ঘ বছর পর গত এক বছরে আফগানে আমেরিকান সৈন্য নিহত না হওয়ার ঘটনা এই প্রথম ৷
ওয়েবসাইটটি আরো জানায়, আমেরিকান সেনাদের সর্বশেষ নিহত হওয়ার ঘটনা ঘটেছিলো ২০২০ সালের ৮ ফেব্রুয়ারিতে৷ তবে এ হামলাটি তালেবানরা চালায়নি৷ আফগান সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ক'জন বন্দুকধারীরা চালিয়েছিলো, যার ফলে নাঙ্গারহার প্রদেশের সার্জেন্ট মেজর ‘জাভিয়ের গুতেরেজ’ এবং "আন্তোনিও রদ্রিগেজ" নিহত হয়েছিলো৷ তখন সাবেক প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের সাথে শান্তিচুক্তির আলোচনা চলছিলো৷ তালেবানদের উপর দোষ চাপাতে এ হামলা আই এস চালিয়েছিলো বলে জানা যায়৷ সূত্র: এ্যারাবিক আরটি ডট কম৷
-এটি