আওয়ার ইসলাম: সরকারের ফিল্ম ও পাবলিকেশন বিভাগ বা ডিএফপির মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টিকার প্রথম ডোজ নেন ১০ ফেব্রুয়ারি, আক্রান্ত হন ৬ষ্ঠ দিনের মাথায়। নিজের ফেসবুকে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪দিন পর শরীরে আংশিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। একই ভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪দিন পর পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে৷ ফলে, টিকা নেওয়ার পরও পুরোপুরি সাবধানতা মেনে চলার আহ্বান জানান তিনি।
জানা গেছে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪দিন পর শরীরে আংশিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। একইভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪দিন পর পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। এজন্য একডোজ নিলে সুফল পাওয়া যাবে না। টিকা নেওয়ার পরও মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ কারণ এখনো করোনা ভাইরাস সংক্রমণের স্তরেই রয়েছে।
বিশ্বব্যাপী টিকা প্রদান এবং অন্যান্য অনুশাসনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসবে, তখন আমরা পূর্বের মত স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তাই টিকা নিয়েই নিরাপদ মনে করে ভুল করবেন না।
এমডব্লিউ/