বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের

টিকা নেওয়ার ষষ্ঠ দিনে আবার করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের ফিল্ম ও পাবলিকেশন বিভাগ বা ডিএফপির মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টিকার প্রথম ডোজ নেন ১০ ফেব্রুয়ারি, আক্রান্ত হন ৬ষ্ঠ দিনের মাথায়। নিজের ফেসবুকে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪দিন পর শরীরে আংশিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। একই ভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪দিন পর পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে৷ ফলে, টিকা নেওয়ার পরও পুরোপুরি সাবধানতা মেনে চলার আহ্বান জানান তিনি।

জানা গেছে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪দিন পর শরীরে আংশিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। একইভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪দিন পর পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। এজন্য একডোজ নিলে সুফল পাওয়া যাবে না। টিকা নেওয়ার পরও মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ কারণ এখনো করোনা ভাইরাস সংক্রমণের স্তরেই রয়েছে।

বিশ্বব্যাপী টিকা প্রদান এবং অন্যান্য অনুশাসনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসবে, তখন আমরা পূর্বের মত স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তাই টিকা নিয়েই নিরাপদ মনে করে ভুল করবেন না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ