বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের

কোনো ষড়যন্ত্র ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না: মঞ্জুরুল ইসলাম আফেন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল: পৃথিবীর কোনো ষড়যন্ত্র ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। তবে সর্বকালে দ্বীনের উপর শক্তভাবে অটল থাকার জন্য কিছু মানুষ গড়ে উঠে, এই নতজানু অবস্থায়ও আমাদেরকে অটল থাকতে হবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের দারুসসালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার বার্ষিক মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপরিউক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, মানুষ যতক্ষণ না তার সবকিছুর উপরে কুরআন ও সুন্নাহকে প্রাধান্য না দিবে, তার জীবনের পাথেয় হিসেবে কুরআন-সুন্নাহকে মেনে না নিবে, ততক্ষণ সে মুর্খ, মাথামোটা ও জাহেলদের অন্তর্ভুক্ত থাকবে।

মানুষের বুদ্ধি, চোখ, কর্ণ ও ত্বকশক্তি সবকিছু ভুল ডিসিশন নিতে পারে, এসবের কন্ডিশন সময়ে সময়ে পরিবর্তন হয়, তাই এসবকিছুর উপর বিবেচনা করে ধর্ম মানা যায় না, ধর্মের পথে জীবন পরিচালনা করা যায় না; বুঝে আসুক আর নাই আসুক কুরআন-সুন্নাহকে মেনে নিয়ে ধর্মের উপর অটল থাকতে হবে। কে কি বললো তাতে যায় আসে না। পৃথিবীর অনেক পরাশক্তির মালিকেরা অনেক থিউরি দিয়ে মানুষকে ভুল বুঝায়, এসময় যদি মানুষ তার বুদ্ধির উপর ডিফেন্স করে ইসলামকে মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হবে, দ্বীন থেকে ছিটকে পড়বে।

শায়খুল হাদীস আফেন্দি আরও বলেন, পৃথিবীর পরাশক্তিরা যুগে যুগে ইসলাম ও ইসলামের নিশানা নিশ্চিহ্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও পায়তারা করেছে। ইসলামের সর্বশেষ নবী সাঃ এর জন্মের পূর্বে কাবা ঘর ভাঙ্গার জন্য আবরাম চেষ্টা করেছিলো, উল্টো আল্লাহ তাকে ও তার বাহিনীকে ছোট আবাবিল দ্বারা নিশ্চিহ্ন করেছেন।

এভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকে এখন পর্যন্ত যুগে যুগে আবরাম, নমরুদ, ফেরাউনের উত্তরসূরীরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন সুরতে ষড়যন্ত্র করছে। খুব সচেতন থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে, যেভাবেই ষড়যন্ত্রকারীরা আসবে, সেভাবেই প্রতিহত করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ