বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা

সরস্বতী পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি: দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন এবং সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালির সংস্কৃতি।

এদিন সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্টে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর মধ্যে একটির আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ এবং অন্যটি সরস্বতী পূজা উদযাপন পরিষদ।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। এদেশের হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসব পালন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও সরস্বতী পূজার তাৎপর্য অপরিসীম।

তিনি বলেন, উদারতা, মানবিকতাবোধ, অসম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা। এগুলো আমরা ধর্ম থেকেই শিক্ষা পাই। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষরা পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সহিত মিলেমিশে বসবাস করছে।

সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত এবং সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে, যোগ করেন প্রধান বিচারপতি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ