বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

সরকারের সব অপকৌশল ব্যর্থ করে আবারো লংমার্চের হুমকি মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) সিনেট নির্বাচন ও লংমার্চের পরিপ্রেক্ষিতে সরগোদা এবং খুজদারে বিক্ষোভ মিছিল বাতিল করেছে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, সমস্ত দল সিনেট নির্বাচন এবং লং মার্চের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি সরকারের সব অপকৌশল ব্যর্থ করে আবারো লংমার্চের হুমকিও দিয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান এবং পিএমএল-এন কেন্দ্রীয় নেতা শহীদ খাকান আব্বাসির মধ্যে টেলিফোনে কথোপকথনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই নেতার মধ্যে টেলিফোন কথোপকথনে লংমার্চের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।পিডিএম ২৩ ফেব্রুয়ারি সরগোধে এবং ২ ফেব্রুয়ারি খুজদারে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা এই ফোনালাপের পরে বাতিল করা হলো।

টেলিফোনে কথোপকথনের সময় পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান সকল দলকে সিনেট নির্বাচন ও লংমার্চের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।মাওলানা ফজলুর রেহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, টেলিফোনে সিনেট নির্বাচনসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিরও আলোচনা হয়েছে।

এদিকে জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান তনসা শরীফে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেছেন, আমাদের যদি ইসলামাবাদে বাঁধা দেয়া হয় তাহলে আমরা রাওয়ালপিন্ডির দিকে অগ্রসর হবো। লংমার্চের মাধ্যমে আমরা সরকারের সমস্ত অপকৌশল ব্যর্থ করব।

ডেইলি জং থেকে কাজি আব্দুল্লাহর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ