আওয়ার ইসলাম: সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার প্রধান আসামি সৌদি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত।
গতকাল রোববার (১৪ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রিয়াদের ক্রিমিনাল কোর্ট এই রায় ঘোষণা করেন।
একই সাথে সৌদি গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংস ও আবিরনকে চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে ৩ বছর ২ মাস কারাদণ্ড ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি সৌদি দম্পতির কিশোর ছেলে ওয়ালিদ বাসেম সালেমকে ৭ মাস কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেয়া হয়েছে। সৌদি আরবে বাংলাদেশি হত্যার ঘটনায় এটিই প্রথম রায়।
-এটি