বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষণে আসতে কাতারের প্রতি হামাসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ‘হামাস’-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়েহ কাতারকে ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়াতে অংশ নেওয়ার আহ্বান জানায়।

গতকাল (১৪ ফেব্রুয়ারি) রোববার সংগঠনটির দেওয়া একটি বিবৃতি থেকে জানা যায়, হামাসের রাজনৈতিক নেতা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে এক পত্রের মাধ্যমে ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানায়৷ চিঠিতে যা তিনি লিখেছেন "আমরা কাতারকে ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার জন্য এবং কাজ করার আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাদেরকেও নির্বাচনী ফলাফলের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং নির্বাচন পরবর্তী দূর্নীতি ও ওয়াদাখেলাফীর মতো ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে৷ যেমনটি ২০০৬ সালে ঘটেছিলো৷

তিনি কাতারের প্রতি আরো আহ্বান জানান, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত করা এবং পশ্চিম তীর এবং গাজায় তাদের ন্যায্যতা এবং স্বাধীনতা নিশ্চিত করতে।

ইসমাঈল হানিয়েহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্কের মধ্য দিয়ে কাতারের কাছে ইসরাঈলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান, যেনো দখলদার ইসরাইল নির্বাচনী প্রক্রিয়ায় কোনোরুপ হস্তক্ষেপ এবং দুর্ভিসন্ধি না করতে পারে৷

বার্তায় তিনি কাতারের আমিরকে "মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত সংলাপের ফলাফল সম্পর্কিত বিশদ বিবরণ পেশ করেন৷ যেহেতু মিশর, তুরস্ক এবং রাশিয়ার পাশাপাশি কাতার ও ‘ফিলিস্তিন ইসরাইল চুক্তি’র যামীন একটি দেশ৷

ফিলিস্তিনি দলগুলি গত মঙ্গলবার নির্বাচনের ফাইল নিয়ে আলোচনার জন্য সোমবার কায়রোতে শুরু হওয়া জাতীয় সংলাপটি সমাপ্ত করেছে।
হানিয়েহ তিন ধাপে সাধারণ নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত করার মাধ্যমে তাঁর সংগঠনটির পুনর্মিলনের পথে এগিয়ে যাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন৷

আলজাজিরার বিবৃতিনুসারে সম্প্রতি ফিলিস্তিনের নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে:
রাষ্ট্রপতি আব্বাস মাহমুদের আদেশ অনুসারে, ২২ শে মে বিধান সভা, ৩১ জুলাই রাষ্ট্রপতি এবং ৩১ আগস্ট জাতীয় কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে়।

বিবৃতিটি আরো জানায়, গতকাল (১৪ফেব্রুয়ারি) ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচনী নিবন্ধে নাগরিকদের নিবন্ধন ৮৭শতাংশ ছাড়িয়ে গেছে। নিবন্ধিত ব্যক্তিদের সংখ্যা দুই মিলিয়ন এবং ৪৬৭ হাজারে পৌঁছেছে৷ পরিকল্পনা অনুযায়ী নিবন্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে৷ ফেব্রুয়ারীর ১৬ তারিখের মধ্যে তা শেষ হবে৷

উল্লেখ্য যে, ফিলিস্তিনের সর্বশেষ সংসদীয় নির্বাচন 2006 সালের শুরুর দিকে অনুষ্ঠিত হয়েছিল এতে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, এর এক বছর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস জিতেছিলেন। সূত্র: আলখলীজ নেট৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ