আবদুল্লাহ তামিম: বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে নেসাব কমিয়ে এনেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আজ সোমবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বোর্ডটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে করােনার কারণে যেহেতু মাদরাসা গুলােতে ছবক পুর্ণ বছর পড়ানাে সম্ভব হয়নি। তাই কিতাবাদির স্বাভাবিক নেসাব পূরণ করা অত্যন্ত কষ্টকর। এ দিকে লক্ষ্য করে বিগত ২১/১২/২০ঈ তারিখে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সুপারিশে, ২২/১২/২০ঈ তারিখে মজলিসে খাস এর সিদ্ধান্ত মােতাবেক আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্ন নিম্ন বর্ণিত নেসাবের মধ্যে করা হবে। অতএব পরীক্ষার্থীরা উক্ত মেকৃদারের মধ্যে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তবে মুতাওয়াসসিতা ও ইবতিদাইয়্যাহ মারহালার ক্ষেত্রে নিবন্ধন বইতে বর্ণিত নিসাব অনুযায়ী পরীক্ষা হবে।
পরীক্ষার নেসাব
-এটি