আওয়ার ইসলাম: প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘের মেট্রোরেলে এরই মধ্যে ৭ কিলোমিটারেরও বেশী রেল লাইন বসানো হয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশে এই রেল বসানো হচ্ছে। ১৭টি স্টেশনের ৫টির নির্মাণ কাজও এগিয়েছে অনেক দূর।
এ বছরের জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ট্টেন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ অনেকটাই শেষের পথে। মুল ডিপো থেকে উড়াল পথে ট্টেন ওঠা নামার পথও প্রস্তুত হয়েছে। রেল মেরামত ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ডিপো এলাকায় তৈরী হয়েছে ১৪ কিলোমিটারেরও বেশী রেল পথ। দ্রুত সময়ের মধ্যে এর বাকি কাজ শেষ করতে কাজ করছেন শ্রমিকরা।
প্রকল্পের প্রথম অংশ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার অংশে রেল বসানোর কাজ এগিয়ে চলছে। যা দৃশ্যমান হয়েছে ৭ কিলোমিটারেরও বেশী।
দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পিলার নির্মাণের কাজও শেষ পর্যায়ে। ফার্মগেইট এলাকায় পিলারের ওপর ভায়াডাক্ট বসানো হচ্ছে। আর শেষ অংশ মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত পরিসেবা স্থানন্তরের কাজও চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামি ডিসেম্বরেই মেট্রোরেল চালুর পরিকল্পনা আছে তাদের।
মেট্রোরেলে যাত্রী ওঠা নামার জন্য তৈরী হচ্ছে দৃষ্টিনন্দন অত্যাধুনিক স্টেশন। এরই মধ্যে এসব স্টেশনের এলুমিনিয়ামের ছাউনিও তৈরী হয়েছে।
ওআই/আবদুল্লাহ তামিম