আওয়ার ইসলাম: আল জাজিরার প্রতিবেদন থেকে দৃষ্টি ফেরাতেই সরকার জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
এমন সিদ্ধান্তে সরকারের কপালেই বড় কলঙ্কের তীলক পড়ছে বলে মনে করছেন তারা। প্রতিহিংসা চরিতার্থ করতে সরকারের কর্মকাণ্ড ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য বিএনপি নেতাদের।
বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সময় অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে পুলিশসহ সরকারি কর্মকর্তাদের অপকর্ম বিএনপি নথিবদ্ধ করে রাখছে বলে হুঁশিয়ারি দিয়ে তাদের পথভ্রষ্ট না হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কোন বড় নেতা, বড় বড় সরকারি কর্মকর্তা কোথায় কি করছেন সব অপকর্মের নথিপত্র সুন্দরভাবে সংরক্ষণে রাখা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান বলেন, প্রেসক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলার তীব প্রতিবাদ জানাচ্ছি। যারা হামলা চালিয়েছেন তাদের ছবি মোবাইলের ক্যামেরায় নয় মনের ক্যামেরায় ধারণ করে রেখেছি সময় হলে সমুচিত জবাব দেয়া হবে।'
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি প্রতিবেদনেই সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তারা দিল্লি যাচ্ছেন। এ থেকেই বোঝা যাচ্ছে এ সরকারের ক্ষমতার উৎস জনগণ নয়। েআল জাজিরার প্রতিবেদন সরকারের প্যাথলজিক্যাল টেস্ট বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
একেক সময় জনগণের সামনে একেক ইস্যু নিয়ে আসলেও সরকার পতনের একমাত্র ইস্যুতেই গুরুত্ব দেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
-এটি