আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের মহাসচিব ও মাখজানুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম বলেন- খতমে নবুওয়ত এই নামে সারা পৃথিবীতে সংগঠন আছে। আলমে মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত। আল মজলিসুল আলমি লিত তাহাফুজে লি খতমুন নবুওয়াহ।
তিনি বলেন, আল্লাহর রাসূল সা. এর জমানায় চারজন নবুওয়াতের দাবি করেছিল। কিন্তু নবুয়াতের মিথ্যাদাবীদার ২৪ জনের তালিকা দারুল উলুুম দেওবন্দের থেকে ছাপা হয়েছে। এই ২৪ জনের নাম। তাদের অনুসারি, তাদের সংগঠনে নামও আমরা জানি না।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দেস দেহলভী রহ. -এর ব্রিটিশবিরোধী ফতোয়া দিয়েছেন। মানুষ তার ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে ব্রিটিশদের বিদায় করেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ব্রিটিশরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাকে মিথ্যা নবী সাজিয়েছে।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি আল্লামা নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মামুনুল হকসহ মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ।
-এএ