আবদুল্লাহ তামিম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের মহাসচিব ও মাখজানুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম বলেন- খতমে নবুওয়ত এই নামে সারা পৃথিবীতে সংগঠন আছে। আলমে মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত। আল মজলিসুল আলমি লিত তাহাফুজে লি খতমুন নবুওয়াহ।
তিনি বলেন, আল্লাহর রাসূল সা. এর জমানায় চারজন নবুওয়াতের দাবি করেছিল। কিন্তু নবুয়াতের মিথ্যাদাবীদার ২৪ জনের তালিকা দারুল উলুুম দেওবন্দের থেকে ছাপা হয়েছে। এই ২৪ জনের নাম। তাদের অনুসারি, তাদের সংগঠনে নামও আমরা জানি না।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দেস দেহলভী রহ. -এর ব্রিটিশবিরোধী ফতোয়া দিয়েছেন। মানুষ তার ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে ব্রিটিশদের বিদায় করেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ব্রিটিশরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাকে মিথ্যা নবী সাজিয়েছে।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি আল্লামা নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মামুনুল হকসহ মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নামের তালিকা।
পৃষ্ঠপোষক মন্ডলী
১. হযরত আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরী, ২. হযরত আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী, হাটহাজারী, ৩. হযরত আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী।
প্রধান উপদেষ্টা
১. হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী,
উপদেষ্টামন্ডলী ১. হযরত মাওলানা আব্দুল হালীম বোখারী, পটিয়া চট্টগ্রাম ২. হযরত মাওলানা নূরুল ইসলাম আদীব, ওলামাবাজার ফেনী ৩. হযরত মাওলানা শায়েখ জিয়াউদ্দিন (সিলেট) ৪. অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, পাবনা ৫. মাওলানা সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ৬. হযরত মাওলানা মুফতী মোহাম্মদ ওয়াক্কাস ৭. অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা) ৮. হযরত মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, হবিগঞ্জ ৯. হযরত মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) ১০. হযরত মাওলানা আবুল কালাম (মোহাম্মদপুর ঢাকা )।
১১. হযরত মাওলানা সফিউল্লাহ, পীরজঙ্গী মাদরাসা ঢাকা ১২. হযরত মাওলানা মুফতী মনসুরুল হক, মুহাম্মদপুর ঢাকা ১৩. হযরত মাওলানা আব্দুল হাই মেশকাত সিদ্দিকী (পীর সাহেব ফুরফুরা) ১৪. হযরত মাওলানা মুফতী আব্দুল মালেক, মারকাজুদ দাওয়া ঢাকা ১৬. হযরত মাওলানা রুহুল আমীন, গওহরডাঙ্গা ১৮. হযরত মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মোমেনশাহী।
১৯. হযরত মাওলানা নূরুল ইসলাম খান, সুনামগঞ্জ ২০. হযরত মাওলানা আশরাফ আলী (লন্ডন) ২১. হযরত মাওলান আব্দুল জলিল (লন্ডন)
২২. হযরত মাওলানা ইমামুদ্দীন (সান্ডার্লেন্ড লন্ডন) ২৩. হযরত মাওলানা আশেকে এলাহী, পীর সাহেব উজানী ২৪. হযরত মাওলানা উবাইদুর রহমান মাহবুব, বরিশাল মাহমুদিয়া ২৫. যনাব মিসবাহুর রহমান চৌধুরী।
সভাপতি
১. হযরত আল্লামা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম
সহ সভাপতি ১. হযরত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ২. হযরত মাওলানা শেখ আহমদ, (হাটহাজারী) ৩. হযরত মাওলানা আবদুল হক, মোমেনশাহী ৪. হযরত মাওলানা মাহবুবুল হক কাসেমী, (ঢাকা) ৫. হযরত মাওলানা সাজেদুর রহমান, (বিবাড়িয়া)
৬. হযরত মাওলানা মুহিববুল হক, (গাছবাড়ি, সিলেট) ৭. হযরত মাওলানা মাহফুজুল হক, (ঢাকা) ৮. হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব, (ঢাকা) ৯. হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারীয়া, (মিরপুর ঢাকা) ১০. হযরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, চট্টগ্রাম।
১১. হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, (মোমেনশাহী) ১২. হযরত মাওলানা ড. আ ফ ম খালেদ হোসাইন, (চট্টগ্রাম) ১৩. হযরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি (পীরসাহেব ছরছিনা) ১৪. হযরত মাওলানা আব্দুল আউয়াল, (নারায়নগঞ্জ) ১৫. হযরত মাওলানা শিব্বির আহমাদ রশিদ (জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ) ১৬. হযরত মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ, (ঢাকা) ১৭. হযরত মাওলানা আরশাদ রহমানী, (বসুন্ধরা ঢাকা) ১৮. ড. আহমদ আব্দুল কাদের, (ঢাকা) ১৯. হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, (ঢাকা)।
মহাসচিব ১. হযরত মাওলানা মুহিউদ্দিন রাব্বানী (সাভার ঢাকা)
যুগ্ন মহাসচিব
১. মাওলানা আহমদ আলী কাসেমী, ঢাকা ২. মাওলানা মুফতী মামুনুল হক, ঢাকা ৩. মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা ৪. মাওলানা আব্দুল কাইউম সুবহানী ৫. মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান, ঢাকা ৬. মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, ৭. মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ৮. মাওলানা মজিবুর রহমান হামিদী ৯. মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান (বাহাদুরপুর) ১০. মাওলানা আবদুল কাদের, নারায়নগঞ্জ।
সহকারী মহাসচিব
১. মাওলানা শিব্বির আহমদ কাসেমী, ২. মাওলানা ফজলুল করীম কাসেমী ৩. মাওলানা মুসা বিন ইজহার ৪. মাওলানা গোলাম মহিউদ্দীন একরাম, ঢাকা ৫. মাওলানা হাফেজ হাসান জামিল ৬. মাওলানা মুফতী সাখাওয়াত হোসেন রাজী ৭. মাওলানা মুফতি মাসউদুল করীম, টঙ্গী
৮. মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, ৯. মাওলানা এনামুল হক মুসা ১০. মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, ঢাকা
সাংগঠনিক সম্পাদক
১. হযরত মাওলানা আশেকুল্লাহ
সহ সাংগঠনিক সম্পাদক
১. মাওলানা মিজানুর রহমান, (বাংলাদেশ ব্যাংক কলোনী মসজিদ) ২. মাওলানা মুহাম্মদ ফয়সাল (মুহাম্মদপুর)৩. মাওলানা হাফেজ আবু তাহের খান ৪. মাওলানা মুফতী জুবায়ের (পীরজঙ্গী) ৫. মাওলানা আজিজুর রহমান হেলাল ৬. মাওলানা মুফতী জোবায়ের (মুগদা)
৭. মাওলানা ফেরদাউসুুুুুর রহমান, নারায়নগঞ্জ ৮. মাওলানা জয়নাল আবেদিন, (বনশ্রী)।
প্রচার সম্পাদক
১. মাওলানা রাশেদ বিন নূর
সহকারী প্রচার সম্পাদক
১. মাওলানা মুমিনুল ইসলাম (বটতলা মসজিদ) ২. মাওলানা মুফতী মুসা আমান, মাখজান ৩. মাওলানা ওমর ফারুক (ইদগাহ মসজিদ)
অর্থ সম্পাদক
১. মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ঢালী, ঢাকা
সহকারী অর্থ সম্পাদক
১. মাওলানা তোফাজ্জল হক (মুগদা) ২. মাওলানা আব্দুর রশীদ, (শাহজাহানপুর) ৩. মাওলানা মাহবুবুল আলম, রামপুরা ৪. মাওলানা মুফতী নজরুল ইসলাম, সবজিবাগান মসজিদ ৫. আলহাজ্ব মুহাম্মদ শফীক (বাসাবো) ৬. মাওলানা ইলিয়াস হামিদি, ঢাকা ৭. আলহাজ্ব ডা. মাসুদ হাসেমী, গোড়ান ৮. মাওলানা আনোয়ারুল কবির,
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক
১. মাওলানা জাকারীয়া আব্দুল্লাহ (মারকাজুদ দাওয়া)
সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক
১. মাওলানা নোমান কাসেমী
২. মাওলানা সুলতান আহমদ (শাহাজানপুর ঢাকা)
-এটি