আওয়ার ইসলাম: নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কম্বল বিতরণ অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রোববার বিকেল ৪টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে কম্বল বিতরণ করতে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রতিমন্ত্রী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উভয়পক্ষ লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় মামুন সমর্থকদের পাঁচটি বাড়ি ভাঙচুর করেন চেয়ারম্যানের সমর্থকেরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-এটি