বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

এবার ময়মনসিংহে চালু হলো হিজড়াদের জন্য কুরআন শিক্ষা সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারিক জামিল: রাজধানীর কামরাঙ্গীরচরের পর এবার ময়মনসিংহে চালু হলো হিজড়াদের জন্য দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা।

গতকাল ৬ ফেব্রুয়ারি শনিবার, বাদ জোহর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাচারীঘাট এলাকায় দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের এ মাদরাসাটি উদ্বোধন করা হয়। ময়মনসিংহ বিভাগীয় হিজরা কল্যাণ পরিষদের সভাপতি তনু হিজরার সভাপতিত্বে এর উদ্বোধন করেন, হিজরাদের কুরআন শিক্ষাদান বিশেষায়িত এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহমান আজাদ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাওয়াতুল কুরআন শিক্ষা প্রকল্পের কেন্দ্রীয় প্রধান প্রশিক্ষক মাওলানা আজীজুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটির ময়মনসিংহ জেলা সদর মাওলানা মুস্তাফিজুর রহমান, ট্রিচার্স ট্রেনিং কলেজ মসজিদের খতিব মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, আলেম ও ওয়ায়েজ মাওলানা মুহা. মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বক্তাগণ হিজরাদের কুরআন ও ইসলামের নৈতিকতা শিক্ষার উপর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন তারা।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ