গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে>
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) যশোর দারুল আরকাম মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রান্ড মুফতী,হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী ।
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ এর সভাপতি সিরাজগঞ্জ বনপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসেত খান, বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন ঢাকা জামিয়া দ্বীনিয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতী মিজানুর রহমান, মুফতী আব্দুর রাজ্জাক লক্ষীপুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা নাজির আহমদ,মাওলানা আব্দুল কদ্দুস,মাওলানা মাজহারুল ইসলাম।
এছাড়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, যশোর জেলা কওমী মাদ্রাসা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান। মাহফিল পরিচালনা করেন মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির ও মুফতী তাওহীদুর রহমান।
প্রধান অতিথি মাহফিলে বলেন একমাত্র ইসলামই মনোনীত ধর্ম ইসলাম এর বাইরে যত ধর্ম আছে তা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তায়ালা রাসুল সা. এর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তাই পরিপূর্ণ ভাবে দ্বীন মানতে হবে।
প্রধান বক্তা মাওলানা আব্দুল বাসেত খান বলেন কাদিয়ানীরা কাফের, তাদেরকে সংসদে কাফের ঘোষণা করতে হবে।
জানাগেছে দক্ষিণ বঙ্গে আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামীর এটাই ছিল প্রথম মাহফিল।
-কেএল