আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়, সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায়, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত রাহিমা খাতুন জেনারেল হসপিটাল চালু করা হয়।
আজ ৬ ফেব্রুয়ারি, দুপুর ২ টায় চালু করার প্রথম দিনেই অর্ধশত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দান করা হয়। সার্বিক সেবায় রোগীগণ সন্তুষ্টি প্রকাশ করেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ জুনায়েদ। ইনফিনিটি গ্রুপের এমডি ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নাজমুল। বিশিষ্ট আলেম মাওলানা ফজলুর রহমান। ট্রাস্টের সেক্রেটারি জনাব ওয়ালি উল্লাহ। আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার। সাবেক ইউপি চেয়ারম্যান জনাব রেজাউল করিম। ট্রাস্টের কো- আর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ তারিক জামিল। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রাফি মোহাম্মদ আদনান, ডা: মোজাহিদ। খারুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কাজী আব্দুছ ছাত্তার, তালতলা মাদ্রাসার নাজেম মাওলানা ওয়ালি উল্লাহসহ সাংবাদিক ও এলাকার বিশিষ্ট সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে এখানে রোগী দেখা হবে।
-এটি