।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী ।।
বুধবার (৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার কওমী মহিলা মাদরাসা সমূহের স্বতন্ত্র বোর্ড হিসেবে 'ইত্তেহাদুল মাদারিসিদ দ্বীনিয়া আল-কওমিয়া লিলবানাত বাংলাদেশ' নামে একটি শিক্ষাবোর্ড আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
সকাল ১০ টায় রহমানিয়া কওমী মাদরাসা মিলনায়তনে মাওলানা শহিদুল ইসলাম ফয়েজীর সভাপতিত্বে এবং মুফতী রাশিদুল ইসলামের সঞ্চালনায় এ বোর্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হয়।
এতে উদ্বোধনী বক্তৃতা রাখেন বোর্ডের সিনিয়র সহসভাপতি মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান এবং বিশেষ অতিথি ছিলেন, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানে 'ইত্তেহাদুল মাদারিসিদ দ্বীনিয়া আল-কওমিয়া লিলবানাত বাংলাদেশ' বোর্ডের ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা আব্দুুল বাসেত। বোর্ডের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মহাসচিব মাওলানা আশফাকুর রহমহান জাওহারী।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে হাজারো বালিকা (মহিলা) মাদরাসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসমস্ত বালিকা মাদরাসা সমূহকে ঐক্যবদ্ধ করা এবং ছাত্রীদের তালিম ও তরবিয়তের ব্যাপারে সবসময় সচেতন থাকা প্রয়োজন। বালক মাদরাসার ন্যায় বালিকা মাদরাসাও যেন স্বতন্ত্র সিলেবাসে কওমীর স্বকীয়তা বজায় রেখে সঠিকভাবে চলতে পারে সে লক্ষেই আমাদের বোর্ডের আত্মপ্রকাশ।
তারা আরো বলেন, ছাত্রীদের লেখা-পড়া মানসম্মত হতে বোর্ডের বিকল্প নেই। আশাকরি বোর্ডের সঠিক নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান চললে বালিকা মাদরাসাগুলোও দেশব্যাপী সুনাম অর্জন করবে। ইলমে দীন শিক্ষা অর্জনের মাধ্যমে উম্মাহর কল্যাণে কাজ করতে পারবে।
বোর্ডের সভাপতি তার বক্তব্য বলেন, বোর্ড গঠন ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছ, সময় দিয়েছে, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে স্থানীয় শীর্ষ ওলামায়ে কেরাম যাদের সুপরামর্শে আমাদের পথচলা সুগম হয়েছে, তাঁদের শুকরিয়া আদায় করছি।
সভাপতির মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত ঘোষণা হয়। অনুষ্ঠান শেষে বোর্ডের প্রয়োজনীয় কাগজপত্র বিতরণ করা হয় এবং আগত সদস্যদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
-কেএল