আওয়ার ইসলাম: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর জোন-১ এর ছয় থানাব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার ঢাকার হাজারীবাগ কুলালমহল জামে মসজিদে সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল চারটা পর্যন্ত।
আয়োজকরা জানায়, দুইশত ৫০ জন প্রতিযোগীর মাঝে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা এবং ১০ বছরের নিচে সীগারুল হুফফাজ নিয়ে পাঁচ গ্রুপে উত্তীর্ণ মোট ২৮ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
ঢাকার মাদরাসাতুল বালাগের প্রিন্সিপাল মুফতি আহসান শরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- হুফফাজের প্রতিষ্ঠাতা সভাপতি কারিউল কুররা হাফেজ আবদুল হক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি হাফেজ বজলুল হক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ নাসীর আহমাদ, হাফেজ মাওলানা আজম খান, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা জোবায়ের মাহমুদ, মাওলানা শামসুল হক প্রমুখ।
-এএ