শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

শীতে পোশাকের যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীত চলে যাওয়ার সময় প্রায় হয়েই এলো। উঠিয়ে রাখার আগে শীত পোশাক ঠিকঠাক পরিষ্কার করা চাই। উল, লেদার বা ডেনিম দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কীভাবে যত্ন নেবেন জেনে নিন।

উলের সোয়েটার: ধুলা দূর করতে কোট পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করতে পারেন। বেশিরভাগ উলের পোশাকেই ড্রাই ক্লিন করার নির্দেশ থাকে। না থাকলে মেশিনে বা হাতে ধুয়ে নিন। মেশিনে দিলে জেন্টাল ওয়াশে সেট করুন ও মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। হাতে পরিষ্কার করলে অল্প গরম পানিতে লিকুইড সাবান দিয়ে তিন-চার মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আলতো করে ধুয়ে নিন। উল কখনও সরাসরি সূর্যের আলোয় শুকাবেন না। এতে রঙ নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার সময় সোয়েটারের উপর একটা পাতলা কাপড় বিছিয়ে নিন।

লেদার জ্যাকেট: লেদার পরিষ্কার করার জন্য কমার্শিয়াল লেদার ক্লিনার ব্যবহার করাই ভালো। তবে দাগ যদি শুধুমাত্র লেদারের উপরের লেয়ারে থাকে, তাহলে নেইল পলিশ রিমুভার বা অ্যারোসল হেয়ার স্প্রে দিয়ে উঠিয়ে নিন। এতে দাগ না উঠলে প্রফেশনাল ক্লিনারের কাছে দিয়ে দেওয়াই ভালো।

লেদারের জ্যাকেট ড্রাই হয়ে ফেটে যাওয়া আটকাতে কন্ডিশনিং খুব প্রয়োজনীয়। স্মুদ থাকলে লেদার পলিশও ব্যবহার করতে পারেন। আলমারিতে রাখার সময় লেদার জ্যাকেট চওড়া, প্যাডেড হ্যাঙ্গারে টাঙিয়ে রাখুন। খুব চাপাচাপি করে রাখবেন না। জ্যাকেট কভার করে রাখতে চাইলে নাইলন বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না। ইস্ত্রি করতে হলে আগে কিছুক্ষণ স্টিমের মধ্যে রাখুন। তারপর উপরে কাপড় রেখে, অল্প গরমে ইস্ত্রি করুন।

ডেনিম: বারবার ধুলে ডেনিম নষ্ট হয়ে যায়। তাই ডেনিম জ্যাকেট পরিষ্কার করতে হবে একটু অন্যভাবে। ঠাণ্ডা পানিতে ভিনেগার মিশিয়ে জ্যাকেট ডুবিয়ে রাখুন অন্তত আধাঘণ্টা। শুকিয়ে গেলে ভিনেগারের গন্ধ চলে যাবে। সরাসরি গরম পানি লাগলে ডেনিম ফ্যাকাশে হয়ে যেতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ