রফিকুল ইসলাম জসিম।।
মৌলনা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগার উদ্বোধন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই গণ-পাঠাগার উদ্বোধন করেন।
আজ ৩০ জানুয়ারি (শনিবার) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার কান্দিগাঁও রোডে ডা. কাইয়ুম উদ্দিনের বাসভবন সংলগ্ন এক পাশে মৌলনা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা শাখার সিনিয়র পরিদর্শক মোঃ আহসান হাবিব, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ফিল্ড সুপার অফিসার মাওলানা মোঃ ইয়াহিয়া আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ শাখার ফিল্ড অফিসার মোঃ ইকবাল হোসেন।
মাওলানা মোঃ গোলাম রাব্বানী ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যথাক্রমে আব্দুল মজিদ চৌধুরী, হাজী মোঃ আব্দুস সামাদ, মোঃ আব্দুল মতিন, হাজী আব্দুল ওয়াহিদ, মোঃ আমজদ আলী, মোঃ খুরশেদ আলী, কৃষ্ণ কুমার সিংহ, মৌলনা মোঃ কামরুজ্জামান, হাফেজ মুফতি করিম উদ্দিন, মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর প্রমূখ।
প্রসঙ্গত, বাংলাদেশের মণিপুরি মুসলমানদের প্রথম এমবিবিএস ডা. কাইয়ুম উদ্দিনের তত্ত্বাবধানে তার নিজ বাসভবন আদমপুর বাজারে মৌলনা আব্দুস সুবহান ইসলামি গণ পাঠাগার ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন৷ ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্রখ্যাত আদমপুর বাজারের সর্বত্র যেখানে বৈষয়িক বিষয় নিয়ে সবাই ব্যস্ত; সেখানে ডাঃ কাইয়ুম উদ্দিন জ্বালিয়ে রেখেছেন জ্ঞানের প্রদীপস্বরূপ। এই গণ পাঠাগারটি এখন সত্যিই প্রশংসার দাবীদার।
-এটি