ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে ১৪ জন আফগান সেনা নিহত, হয়৷
স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৫টার দিকে দেশের পূর্বাঞ্চলের নাঙ্গাহার প্রদেশে আফগান বাহিনীর সামরিক ঘাটি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।
রাজ্যেটির আঞ্চলিক পরিষদের উপপ্রধান ওবায়দুল্লাহ শিনওয়ারির বরাত দিয়ে তালু নিউজ জানায়, এই হামলায় কমপক্ষে ১৪ জন নিরাপত্তা বাহিনী নিহত হয়৷
তালিবান মুখপাত্র যবিহুল্লাহ মুজাহিদ নিজ চ্যানেলের এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে বলে সূত্রটি জানিয়েছে৷ এ্যারাবিক আরটি ডট কমের বিবৃতি অনুসারে আফগান সরকার তালেবান সদস্যদের গ্রেপতার করছে, এবং তাদের উপর বিভিন্ন সময় হামলা চালাচ্ছে৷ এর জবাবে তারা এ হামলা চালায়৷
গতকাল দেশটির রাজ্য গভর্নরের কার্যালয়ের এক বিবৃতি জানায়, আজ সকালে নাংগাহার প্রদেশের শিরজাদ জেলায় তাদের অবস্থানকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় চালানো হয়, এতে ৮ জন সুরক্ষা কর্মী নিহত এবং ৫০ জনের ও বেশি আহত হয়৷ সূত্র: আল-খলিজ ও আলকুদস, এবং আল-মিসর আলইয়াউম৷
-এটি