মুহাম্মাদ আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকার পর এবার ময়মনসিংহে আসছে ৩ লাখ ২৪ হাজার করোনার ভ্যাকসিন। কয়েকদিনের মধ্যেই ময়মনসিংহে ভ্যাকসিনগুলো পৌঁছাবে বলে জানা গেছে। ইতোমধ্যে জেলায় শুরু হয়েছে প্রয়োগের প্রস্তুতি। তবে কবে থেকে সেগুলোর প্রয়োগ শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকা সংরক্ষণ করার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রথম ধাপে ময়মনসিংহে আসবে ৩ লাখ ২৪ হাজার টিকা। আমাদের কাছে ৬ লাখ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ নগরীর ৮টি কেন্দ্রে করোনার টিকা প্রয়োগ করা হবে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, প্রতি কেন্দ্রে ৪জন নার্স ও ৪জন স্বেচ্ছাসেবী রাখা হবে। প্রতি উপজেলায় দুটি করে করোনার টিকা প্রয়োগের কেন্দ্র খোলা হবে। সেগুলোর প্রতিটিতে ২ জন নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবী রাখা হবে।
তবে টিকা প্রয়োগ শুরু করার আগে যারা টিকা প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ দেয়া হবে। শনিবার (৩০ জানুয়ারি) থেকে এই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে সিভিল সার্জন কার্যালয়ের।
সিভিল সার্জন জানান, প্রথম পর্যায়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার কিছু নির্বাচিত মানুষকে টিকা প্রয়োগ করা হবে। ইতোমধ্যে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে টিকা প্রয়োগের তারিখ এখনও নির্ধারণ হয়নি।
এমডব্লিউ/