আওয়ার ইসলাম: জামিয়াতুন-নূর আল-কাসিমীয়া নামে নতুন মাদরাসার ঘোষণা দিয়েছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান। রাজধানীর উত্তরা এলাকায় প্রতিষ্ঠিত এ মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক থাকবেন তিনিই।
জানা গেছে, গত ২৮ তারিখ বৃহস্পতিবার বাদ ফজর এক মিটিং শেষে ‘জামিয়াতুন-নূর আল-কাসিমীয়া’ নামে এ মাদরাসার নাম ঘোষণা করেন মাদরাসার পরিচালক মাওলানা নাজমুল হাসান। মাদরাসাটি কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসসহ উচ্চতর ফেকাহ বিভাগ ইফতা, তাকমিলে উলুমে আলিয়া, আরবি সাহিত্য বিভাগ (আদব) থাকবে। মাদরাসার স্থান নির্ধারণ করা হয়েছে উত্তরা এলাকায়। এছাড়া আর কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই আরেকটি মিটিং থেকে মাদরাসার বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
মাওলানা নাজমুল হাসান কাসেমী মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী ও বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম ছিলেন। হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমীর ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্বপ্রাপ্ত হোন। গত ২৪ জানুয়ারি মাদরাসা থেকে চলে যান তিনি। এরপরই নতুন এ মাদরাসার ঘোষণা দেন মাওলানা নাজমুল হাসান।
-এটি