সুহৃদ বাঙাল।।
বরেণ্য আলেমেদীন হজরত মাওলানা হাফেজ জোবায়ের (রহ) এর গড়া স্বনামধন্য প্রতিষ্ঠান, জামিয়া রাহমানিয়া বেড়তলার মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সাহিত্য সংগঠন কওমী লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার বার্ষিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ২:৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আমানুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, বরেণ্য লেখক মাওলানা মুনীরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র জামিয়ার শাইখুল হাদিস মাওলানা মুহসিনুল ইসলাম। আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডটকমের সাহিত্য সম্পাদক আমিনুল ইসলাম হুসাইনী।
কওমী লেখক ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম জাবেদ হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনা সাহিত্য সভায় নতুন মাত্রা যোগ করে। মনোমুগ্ধকর এ সভায় লেখালিখির উপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন প্রধান অতিথি মাওলানা মুনীরুল ইসলাম। আলোচনার শুরুতে তিনি বলেন, 'সাহিত্য মানেই হচ্ছে কল্যাণের সম্মিলন। এই সম্মিলন আসমান, জমিন, সমুদ্র, পাহাড়, আলো আর ছায়াবিথীর সম্মিলন। এই সম্মিলনে আছে সুখ, আছে সফলতার পাথেয়। এই পাথেয় যেমন দুনিয়ার, তেমনি পরকালেরও।'
সভায় আরো বক্তব্য রাখেন, কওমী লেখক ফোরামের সভাপতি, শিব্বির আহমদ ফরিদী, জামিয়া রাহমানিয়ার শিক্ষাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা সালাহউদ্দিন খান প্রমুখ। সভায় উপস্থিত কবি সাহিত্যিকরা স্বরচিত কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন।
-এটি