শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

এবার ইসরায়েলের বর্বরতার শিকার হলো এক তরুণী ও চার কিশোর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

ইসরায়েলি দখলদারি বাহিনী অধিকৃত জেরুসালেমের ‘জাবাল আল-মুকাবেরের’ কাছ থেকে এক তরুণীকে ও চার কিশোরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আলকুদস সিটি ডট কম গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দখলদাররা মুসলিম মেয়েটির উপর নৃসংশভাবে ঝাঁপিয়ে পড়ে, তাকে লাঞ্ছিত করে উঠিয়ে নিয়ে যায়৷ কিছু পথচারী তরুণীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও সফল হয়নি তারা৷

আলকুদস আরো জানায়, গতরাতে ইসরায়েলি কারাগার প্রশাসনের দমন বাহিনী জেরুসালেমের ‘গিলবোয়া কারাগারের’ ১ নং ধারায় হামলা চালায়। বন্দিদের কক্ষগুলো ব্যাপক তল্লাশি চালায়, এতে বেশ কিছু বন্দি গুরুতর আহত হয়৷

পত্রিকার বিবৃতি অনুসারে গতমাস থেকে মুসলিম বন্দিদের উপর নির্যাতনের মাত্রা বহুগুনে বাড়িয়ে দিয়েছে তারা। বন্দিদের বিরুদ্ধে সব ধরণের মানসিক ও শারীরিক নির্যাতনের পন্থাও অবলম্বন করছে। অমানবিক নির্যাতন, খাদ্য কষ্ট ও চিকিৎসা অবহেলার নীতি অবলম্বন করে তারা বন্দিদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়৷

পত্রিকাটি আরো জানায়, একই দিনে সন্ধ্যাবেলা জেরুসালেমের আল ইসাইয়া শহর থেকে আলী আবু সুফিয়ান আবিদ, এবং হাম্মাদ মারওয়ান আবিদকে বাড়িতে ফেরার পথে দখলদার সেনারা গ্রেপ্তার করে৷

ঐ শহরে ভোরবেলা তারা একটি ঘরে অভিযান চালিয়ে একটি পরিবারের উপর নৃসংশভাবে জুলুম চালায়৷ এবং ১১ বছরের শিশু মাহ্দ মারওয়ান দারি, তার ভাই মাজদ (১৯) কে গ্রেপ্তার করে জেরুসালেমের কারাগারে নিয়ে যায়৷

আল-ইসাওয়াইয়া শহরের প্রত্যক্ষদর্শিরা জানায়, দখলদার সেনারা একেবারে ভোরবেলা পরিবারটির ঘরে বিস্ফোরণ ঘটিয়ে প্রথমে ঘরটির দরজা উড়িয়ে দেয়, এরপর পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে ছেলে দুটিকে গ্রেফতার করে নিয়ে যায়৷

তারা আরো জানায়, দুই বছরেরও বেশি সময় ধরে আল-ইসাওয়াইয়া শহরে দখলদার পুলিশ প্রতিদিন নানামুখী আক্রমণ চালিয়ে যাচ্ছে৷

সূত্র: আলকুদস সিটি ডট কম, আলকুদস নিউজ আরবি৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ