শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

লেবাননে চলছে লকডাউন: বিরোধীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ত্রিপলিতে লকডাউন বিরোধীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে এমনিতে অর্থনৈতিক সঙ্কট চলছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্তৃপক্ষ লকডাউনের সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বুধবার তারই জেরে এ সংঘর্ষ বলে জানিয়েছে লেবাননের রেডক্রস সংস্থা।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাস্তায় পার্ককরা একটি মোটরযানে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কায় সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার একই ঘটনায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আগে থেকেই লেবাননে অর্থনৈতিক সঙ্কট চলছে। ত্রিপলি হলো দেশটির দরিদ্রতম এলাকাগুলোর একটি। করোনা মহামারি শুরু হওয়ার আগে থেকেই সেখানে অর্থনৈতিক সঙ্কট ও অসন্তোষ চলছিল। চলতি মাসের শুরুতে পুরোপুরি লকডাউন জারি করার আগে থেকে লেবাননে বেকার ও কর্মহীন লোকের সংখ্যা বাড়ছিল। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সরকার লকডাউনের ঘোষণা দেয়ায় তাদের সামান্য আয়-রোজগারও পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। তারই জেরে বিক্ষুব্ধ রাস্তায় নেমে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

লেবাননের জনসংখ্যা ৬০ লাখের কিছু বেশি। তার মধ্যে ১০ লাখ হল শরণার্থী। দেশটি এখন এক নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার করোনায় সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে ২ হাজার ৪৭০ জন।

সূত্র: খবর আল জাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ